Welcome to my world of dreams where imagination and reality, fancy and truth, laughter and tears move hand in hand. I will let you have a glimpse at the share of my own sky, sometimes sunshine bright, and sometimes with rainstorm. I will take you to memories that are like a serene glow of moonlight, a whisper of mountain breeze, and a rushing gushing brook.
- Home
- a glimpse beyondwhy I scribble
- Blogroll
- prose; some excerpts
- ramblings of soul
- poetry close to heart
- chatterbox
- Favorites
- VideoContact
Saturday, January 4, 2020
অভিমান
অভিমানের রং নীল হয়। সে এক্কেবারে আলাদা। এমনকি ইংরেজিতেও তার অনুবাদ হয় না। সে কখনো জমে থাকা কুয়াশার মতন গভীর। কখনো আবার গরিবের ভাতের হাড়ির মতন কালো অন্ধকার। আবার কখনো নদীর মতন তিরতিরিয়ে সদাই সঙ্গে চলে। চলতে চলতে খেলার ছলে গল্প করে, কখনো বা শুধুই চুপচাপ দুজনে পুরানো বন্ধুর মতন। হওয়াতে মনখারাপের গন্ধ টা যখন আরও নিবিড় হয়, শুধু তখন বোঝা যায় যে সঙ্গে চলতে চলতে কখন যেন সে ডালপালা শিকড় ছড়িয়ে এক মস্ত বৃক্ষ হয়ে দাঁড়িয়েছে মনের মধ্যে। যে পথ বেঁকে চলে গেছে, তাকে যদি ডেকে আনা যেত তাহলে হয়তো সে অভিমানকে বোঝাতে পারতো যে ভুল হয়, ভুল হয়েই থাকে। তাই বলে কি এভাবে বেঁচে থাকতে হয় চিরটাকাল? জানোতো যে সব্বাইকে চলে যেতে হয় একদিন। তাহলে তোমার বেলা অন্যথা কোনো হবে? এবার যাও তুমি। দেখো, আকাশে বাতাসে মিশে যেতে পারলে আরো বেশি ভালো লাগে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment